খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য হলেন ঝিনাইদহের সাংবাদিক আসিফ কাজল

আবু সাইদ শওকত আলী,খুলনা বিভাগীয় প্রতিনিধি

জাতীয়  ক্রীড়া  পরিষদের  অনুমোদনে  খুলনা বিভাগের বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে আবারও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের ক্রীড়া সংগঠক ও সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল।

শনিবার (১৭ মে) জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রকাশিত  এক  প্রজ্ঞাপনের  মাধ্যমে  এ  তথ্য নিশ্চিতকরা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব আমিনুল ইসলাম এনডিসি ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় এ কমিটি অনুমোদন করেন।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইমাদুল হক খান।
এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন:জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ খান আব্দুর রাজ্জাক (রাজ),জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস,শ্যুটার খন্দকার তুহিন আহমেদ,

ক্রীড়া সাংবাদিক শেখ দিদারুল ইসলাম,

আইনজীবী ও সাবেক ক্রীড়াবিদ অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম,ছাত্র প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম শিহাব,জাতীয় দলের সাবেক ফুটবলার মো. মাসুদুর রহমান (টনি)

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক।

উল্লেখ্য, আসিফ ইকবাল কাজল একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াঙ্গনে তার সক্রিয় উপস্থিতি দীর্ঘদিনের। এর আগেও তিনি খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

আসিফ কাজলের পুনর্নির্বাচনকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল, ঝিনাইদহ প্রেসক্লাবের

সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, যুগ্ম সম্পাদক এম. রবিউল ইসলাম রবি,

টেলিভিশন মিডিয়া সংগঠনের সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজীব হাসান,

অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *