সাংবাদিক শিমুলের পিতার মৃত্যুতে মফস্বল সাংবাদিক ফোরামের শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি:

দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শিমুলের পিতা মোঃ আবু সাইদ শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে

মফস্বল সাংবাদিক ফোরাম। এক শোক বিবৃতিতে ফোরামের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি

গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, “মরহুম আবু সাইদ শওকত আলী ছিলেন একজন সদালাপী,

সমাজসচেতন ও ধর্মপরায়ণ ব্যক্তি। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারালাম।”

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন মফস্বল ফোরামের প্রধান উপদেষ্টা মোতাহার হোসাইন, উপদেষ্টা আব্দুর রহমান, জি.এম. আকবর কবির, শেখ আব্দুল গফুর,

রেজাউল ইসলাম; সভাপতি রাজিব হাসান; সহ-সভাপতি শাহানুর আলম উজ্জ্বল, শেখ মনিরুজ্জামান মনু ও শাহাজান সাজু;

সাধারণ সম্পাদক চন্দন দাস; যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ইমরান রশীদ ও লিটন ঘোষ; সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান; সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির খান ডালিম;

কোষাধ্যক্ষ  রবিউল খান;  দপ্তর সম্পাদক ফরিদুজ্জামান; প্রচার সম্পাদক তাজাম্মুল হোসাইন; সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক হারুনর রশিদ রাজু।

এছাড়া কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন আব্দুল কাদের, টিপু সুলতান, ইব্রাহিম রেজা, পরেশ দেবনাথ, এস. এম. ইসহাক, গণেশ পাল, এস. এম. আলাউদ্দিন সোহাগ, মুসলিম উদ্দীন পাপ্পু,

শৈলেন মজুমদার, তারিম আহমেদ ইমন, কামরুজ্জামান রাজু, রফিকুল ইসলাম ও মীর জাকির হোসেন প্রমুখ।

জীবননগর সাংবাদিক সমিতি ও মফস্বল সাংবাদিক ফোরামের সকল সদস্যও এই শোক বিবৃতিতে একাত্মতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *