জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া ও বেনীপুর সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার এবং একজন অবৈধভাবে সীমান্ত
অতিক্রমকারী বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন এসব অভিযান পরিচালিত হয়। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি—মর্মে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (তারিখ উল্লেখ করুন) রাত সাড়ে ১১টার দিকে জীবননগরের
নতুনপাড়া বিওপি ক্যাম্পের সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
সীমান্ত পিলার ৬৫/৭-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত নতুনপাড়া গ্রামের সিদ্দিক হোসেনের আমবাগানে অভিযান চালিয়ে
পরিত্যক্ত অবস্থায় ৭০৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট (Sildenafil 100mg) উদ্ধার করাহ য়।
ধারণা করা হচ্ছে, ভারতীয় এ নিষিদ্ধ ওষুধগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় মজুত করা হয়েছিল।
অন্যদিকে, রোববার (তারিখ উল্লেখ করুন) বিকাল সাড়ে ৫টার দিকে বেনীপুর বিওপি
ক্যাম্পের বিজিবি সদস্যরা নিয়মিত টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনীপুর সীমান্ত
এলাকায় মফের আলীর আমবাগানের সামনে রাস্তা থেকে একজন বাংলাদেশি নাগরিককে আটক করেন।
আটককৃত ব্যক্তির নাম রাফিউল ইসলাম (৩৭), তিনি ঝিনাইদহ জেলার মকরমপুর গ্রামের বাসিন্দা এবং বজলুর রহমানের ছেলে।
বিজিবির দাবি, রাফিউল ইসলাম অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন।
এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার
ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও
অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”