ঝিনাইদহে রেলপথ স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ

আবু সাইদ  শওকত আলী, বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ শহরে রেলপথ স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে

“ঝিনাইদহ শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদ”। বুধবার (২১ মে) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এটি পরিষদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঝিনাইদহ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক শহর হওয়া সত্ত্বেও আজও রেলপথ থেকে বঞ্চিত। জেলার জনগণ বহুদিন ধরেই এই দাবিতে আন্দোলন করে

আসছে। রেলপথ স্থাপিত হলে জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং পর্যটন খাতে অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন

অঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজতর হবে, যা জেলার সার্বিক অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন “ঝিনাইদহ শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদ”-এর সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে রেল আব্দুল্লাহ, সিনিয়র

সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আরিফা ইয়াসমীন লিম্পা, মুখ্য সংগঠক আনোয়ার ফিরোজ মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক

ইফাজ তানভির মিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম এবং কার্যকরী সদস্য পারভীন সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এ কে

এম ওয়াজেদ হোসেন এবং ঝিনাইদহ শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের নেতারা বলেন, এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট।

জেলার দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল স্মারকলিপি গ্রহণ করে বলেন, এই দাবির যৌক্তিকতা রয়েছে এবং তিনি তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।

পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই উদ্যোগে সহায়তা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

স্মারকলিপি প্রদান কর্মসূচিকে ঘিরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

রেলপথ স্থাপনের দাবিতে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *