১১ বছর পর গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা
বিশেষ প্রতিনধি:
দীর্ঘ ১১ বছর পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ মে) রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়।
এর আগে, গত ১৩ মে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় জেলা উত্তর বিএনপি।
নতুন কমিটিতে গৌরীপুর উপজেলা বিএনপির ১০১ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন গৌরীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ আজিজুল হক। এছাড়া, কমিটিতে ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।
অন্যদিকে, ৯৫ সদস্যবিশিষ্ট গৌরীপুর পৌর বিএনপির কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আলী আকবর আনিসকে এবং সদস্য সচিব হয়েছেন সুজিত কুমার দাস। এছাড়া, ২৩ জন নেতাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।
জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, “সকল পক্ষকে সমন্বয় করে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের চেষ্টা করা হয়েছে। নতুন এই কমিটির মাধ্যমে দলীয় কোন্দল নিরসন করে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আমরা আশাবাদী।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সর্বশেষ এককভাবে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠিত হয়েছিল। এরপর ২০১৪ সালে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও জেলা কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গৌরীপুর উপজেলায় দুটি পৃথক আহ্বায়ক কমিটি গঠিত হয়। একই সময়ে পৌর বিএনপির কমিটি গঠিত হলেও একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে কেন্দ্রীয় বিএনপি তা স্থগিত করে দেয়।
দলীয় বিভাজন নিরসনের লক্ষ্যে ২০২২ সালের ২২ অক্টোবর গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের ধারাবাহিকতায় দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এবার গঠন করা হলো পূর্ণাঙ্গ কমিটি।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটির মাধ্যমে গৌরীপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নতুন উদ্যমে এগিয়ে যাবে।