জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা
অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। শুক্রবার
(২৩ মে) দুপুর ২টায় জীবননগর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় হাজারো দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য এ খেলায় মুখোমুখি হয় ৪ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে ৮ নম্বর ওয়ার্ড ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে।
জবাবে ৪ নম্বর ওয়ার্ড মাত্র ১৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে ৯৫ রানের লক্ষ্য অতিক্রম করে এবং ছয় উইকেটে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সহ-সভাপতি তাজুল ইসলাম
, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, শাহজাহান আলী,
সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ, টুর্নামেন্ট পরিচালনা
কমিটির আহ্বায়ক নুরুল্লাহ ফয়সাল, কোষাধ্যক্ষ মামুন পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান কবির বলেন, “জাতীয় মানের খেলোয়াড় তৈরি করতে হলে গ্রামের স্তর থেকেই খেলাধুলা চর্চা করতে হবে।
খেলাধুলার মাধ্যমে সকলের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে এবং যুব সমাজ মাদক থেকে দূরে থাকে।
ভবিষ্যতে জীবননগরে আরও বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং আমরা সেই প্রচেষ্টায় সহযোগিতা করে যাব।”
খেলা শেষে বিজয়ী ৪ নম্বর ওয়ার্ড দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও একটি বড় খাসি ছাগল
এবং রানার্সআপ ৮ নম্বর ওয়ার্ড দলকে ট্রফি ও একটি ছোট খাসি ছাগল পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
এই ফাইনাল খেলা জীবননগরের ক্রীড়াপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে এবং ভবিষ্যতে আরও বড় আয়োজনের প্রত্যাশা জাগিয়েছে।