আবু সাইদ শওকত আলী:-
আশার বালুচরে সদ্য ফোটা গোলাপের মৃত্যূ কফিনের পাশে দেখেছি অগণিত লাশ।
মাধবী ফোটা হিরন্ময় তিথিতে দেখেছি অসংখ্য নক্ষত্রের ঝরে যাওয়া দৃশ্য।
স্বপ্নের বালিয়াড়িতে ঢেকে যেতে দেখেছি সকালের সূর্য।
বিদগ্ধ সকালের নীরব শুভ্রতায় হারিয়ে যেতে দেখেছি তমশার আঁধারকে।
শুধু দেখিনি জীবনের অনন্ত ক্যানভাসে অতীত বর্তমানের সংমিশ্রণ, এক পরিপূর্ণ মানুষকে, যার অতীত বর্তমান সমান।
তবুও বুদ্ধিমত্তা খাটিয়ে উন্মোচন টেলিভিশনের চৌকস টিম অবিরাম সগৌরবে বীরদর্পে ছুটে চলেছে কাঙ্খিত গন্তব্যে।
ইনশাআল্লাহ সফলতার সিড়ি মাড়িয়ে বিজয় ছিনিয়ে আনবোই।