পাপন চৌধুরী,ঝিনাইদহ:-
লন্ডনে ঘটেছে এক বিরল ও আলোচিত ঘটনা। সম্প্রতি বিবাহিত এক দম্পতির হানিমুন ভ্রমণ
অপ্রত্যাশিত দিকে মোড় নেয়, যা পরে সংবাদ
শিরোনামে জায়গা করে নেয়।পল নামের ওই যুবক বিয়ের পর স্ত্রী লরেনকে নিয়ে হানিমুনে যান। তবে লরেনের মা জুলি বিধবা হওয়ায় এবং একা থাকায়
তাঁকেও সঙ্গে নিয়ে যান নবদম্পতি। তিনজন মিলে বিদেশের একটি নামকরা হোটেলে উঠেন এবং
মধুচন্দ্রিমার প্রথম রাতেই এক পার্টিতে যোগ দেন।
পার্টিতে অংশ নেওয়ার সময় সবাই মদ্যপ অবস্থায় ছিলেন। রাতের এক পর্যায়ে লরেন ও তাঁর মা জুলি
নিজেদের কক্ষে চলে গেলেও পল আরও কিছুক্ষণ হোটেলের বারে থেকে যান। গভীর রাতে সম্পূর্ণ
মাতাল অবস্থায় তিনি নিজের কক্ষের বদলে ভুল করে শাশুড়ির ঘরে ঢুকে পড়েন। কক্ষের আলো নিভানো
থাকায় তিনি কাউকে চিনতে না পেরে শাশুড়িকে স্ত্রী ভেবে সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পরের দিন
সকালে বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও কিছুদিন পর শাশুড়ি জুলি গর্ভবতী
হওয়ার খবর জানা যায়।এ অবস্থায় সামাজিক ও
পারিবারিক লজ্জা এড়াতে পল তাঁর শাশুড়ি জুলিকেও বিয়ে করার সিদ্ধান্ত নেন। স্থানীয় সংবাদমাধ্যমের
বরাতে জানা গেছে, বর্তমানে জুলি ও লরেন দুজনের সঙ্গেই সংসার করছেন তিনি।অস্বাভাবিক এই ঘটনাটি স্থানীয় সমাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র
আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বিষয়টিকে “অদ্ভুত কিন্তু সত্য” বললেও, কেউ কেউ এটিকে দায়িত্বহীনতা ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় হিসেবে দেখছেন।