আবু সাইদ শওকত আলী, বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে অভিনয়, সংগীত ও নৃত্য বিষয়ক চারদিন ব্যাপী কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়।অংকুর নাট্য একাডেমির সভাপতি আহসান হাবিব রনকের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেলা
বিএনপির সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা।
এসময় আরও উপস্থিত ছিলেন ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ্র, অংকুর নাট্য একাডেমির
সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, কলেজ শিক্ষক সাইফুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদ আহমেদ এবং নৃত্য
প্রশিক্ষক হুসাইন তারেক, রেশমা খাতুন ও জারা আবেদীন।
আলোচনা সভা শেষে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও অংকুর নাট্য একাডেমি ঝিনাইদহের আয়োজনে আয়োজিত এ কর্মশালা
৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হয়। চার দিনব্যাপী কর্মশালায় মোট ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।প্রশিক্ষক হিসেবে
দায়িত্ব পালন করেন নৃত্যশিল্পী হুসাইন তারেক, রেশমা খাতুন ও জারা আবেদীন।