শহরের প্রাণকেন্দ্রে সেনাবাহিনীর অভিযান চুয়াডাঙ্গা টাউন হল মাঠের সামনে ইয়াবাসহ আটক ২

এসএম রেদ্বোয়ান,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-

চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র টাউন হল মাঠের সামনে প্রকাশ্যে মাদক কেনাবেচার সময় দুই

যুবককে ইয়াবাসহ আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার দুপুরে সেনা সদস্যদের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—তারিক আহমেদ জিহাদ (২২), পিতা আইয়ুব আলী, ঠিকানা কলেজপাড়া ছাগল ফার্ম

এলাকা এবং আব্দুর রহমান অমিত (৩০), পিতা মৃত প্রভাত সাহা, ঠিকানা মাজেরপাড়া, চুয়াডাঙ্গা।

অভিযানে তাদের কাছ থেকে ৪২টি ইয়াবা ট্যাবলেট, একটি গাঁজা সেবনের কলকে, নগদ এক হাজার

৩৮০ টাকা এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে সেনা সদস্যরা দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত

অভিযান চালান। পরে আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

শহরের ব্যস্ততম স্থানে প্রকাশ্যে মাদক ব্যবসার ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পুলিশি টহল থাকলে এমন ঘটনা ঘটার কথা নয়। তাদের মতে, মাঝে মধ্যে

সেনাবাহিনীর অভিযান প্রশংসনীয় হলেও মাদক দমন করতে পুলিশের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপই হতে পারে স্থায়ী সমাধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *