ঝিনাইদহে সূর্যের হাসি ক্লিনিকে মতবিনিময় সভা

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহে  সাশ্রয়ী  মূল্যে  স্বাস্থ্য সেবা  কার্যক্রমকে আরও গতিশীল করতে সূর্যের হাসি ক্লিনিকে বিশেষ

মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হামদহ এলাকার ক্লিনিক প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ কামরুজ্জামান। পরিবার পরিকল্পনার উপপরিচালক

মোঃ মোজাম্মেল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান,

সূর্যের হাসির প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার ডা. নকুল কুমার বিশ্বাস, ব্রিগেডিয়ার জেনারেল

(অব.) মুহাম্মদ আশরাফুল কাদের, ডেপুটি জেনারেল ম্যানেজার গাজী মোহাম্মদ তানভীর মোস্তাফা, ক্লিনিক

ম্যানেজার মোঃ ইমতিয়াজ উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সূর্যের হাসি ক্লিনিক সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরছে।

তারা  আশা  প্রকাশ  করেন, এ  কার্যক্রম ভবিষ্যতে আরও প্রসারিত হয়ে জনগণের আস্থা অর্জন করবে।

আলোচনা শেষে অতিথিরা ক্লিনিকের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *