জীবননগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জীবননগর অফিস:-চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ৫২তম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক

বিদ্যালয় মাঠে চূড়ান্ত খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী

মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার।এবারের প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। প্রতিটি খেলায় বালক ও বালিকা

বিভাগে আলাদা আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।অতিথিরা

তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, অধ্যবসায়

ও দলগত চেতনা গড়ে তোলে। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখে। শিক্ষার্থীরা যদি পড়াশোনার পাশাপাশি

নিয়মিত খেলাধুলায় অংশ নেয়, তবে ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জন করতে পারবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *