বাউল পরিষদ মঞ্চে তারকা সাংবাদিকদের উপস্থিতি ধীরু বাউলের সংগীতে আবেগঘন মুহূর্ত
বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার একমাত্র সৃজনশীল লোকজ সাংস্কৃতিক সংগঠন এবং শিল্পকলা পদকপ্রাপ্ত বাউল পরিষদ–এর আয়োজনে মরমী সাধক আফতাব শাহ-এর ২৬তম তীরধান দিবস উপলক্ষে তিনদিনব্যাপী লোকসংস্কৃতি উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শেষ দিনের রাতের এই আয়োজনে জেলার উল্লেখযোগ্য ও জনপ্রিয় টেলিভিশন সাংবাদিকদের পদচারণায় অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর।
তারকা সাংবাদিকদের সরাসরি উপস্থিতি:-
হিমেল শীতের রাত, শহর থেকে প্রায় ১৮–২০ কিলোমিটার দূরে দর্শনা আকন্দবাড়িয়া বাউল পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-হুসাইন মালিক,জিসান আহম্মেদ,কামরুজ্জামানসেলিম,খাইরুজ্জামান সেতুসহ চুয়াডাঙ্গা জেলার আরও কয়েকজন কৃতি টেলিভিশন সাংবাদিক।
তাদের উপস্থিতি স্থানীয় শিল্পী, সংগঠক ও দর্শকদের মধ্যে বাড়তি প্রাণসঞ্চার করে এবং বাউল পরিষদের প্রতি তাদের আন্তরিক ভালোবাসার প্রকাশ ঘটায়।
ধীরু বাউলের সাধুসঙ্গীতে আবেগঘন পরিবেশ:বাংলাদেশ টেলিভিশনের পরিচিত লোকসংগীত শিল্পী ধীরু বাউল তাঁর আধ্যাত্মিক গান ও সাধুসঙ্গীত পরিবেশন করলে মঞ্চে সৃষ্টি হয় গভীর আবেগময় পরিবেশ। তাঁর একের পর এক মরমী উপস্থাপনা দর্শক ও অতিথিদের মন ছুঁয়ে যায়।
এই পরিবেশনের মুহূর্তেই সাংবাদিক হুসাইন মালিক,জিসান আহম্মেদ,কামরুজ্জামান সেলিম,খাইরুজ্জামান সেতুসহ অনেকে বাউল পরিষদের উন্নয়ন ও লোকজ সংস্কৃতি চর্চায় অবদান রাখতে স্বতঃস্ফূর্ত ভাবে নগদ আর্থিক অনুদান প্রদান করেন। উপস্থিত দর্শক ও আয়োজকরা তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
ভালোবাসার টানে দীর্ঘ পথ পাড়ি:শেষ রাতের শীত উপেক্ষা করে জেলা শহর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শুধুমাত্র লোকসংস্কৃতি ও বাউল ঐতিহ্যের প্রতি ভালোবাসার টানে সাংবাদিকদের আগমন আয়োজকদের আবেগাপ্লুত করে।
বাউল পরিষদের সদস্যরা জানান,এ ভালোবাসা ও সহযোগিতা কোনোদিন ভুলবার নয়। দর্শনা ও বাউল পরিষদের মানুষ সাংবাদিকদের এই আন্তরিকতার ঋণ চিরদিন মনে রাখবে।
বাউল পরিষদের অবদান
চুয়াডাঙ্গার বাউল পরিষদ দীর্ঘদিন ধরে-লোকসংগীত,আধ্যাত্মিক ও মরমী সাধনা,বাউল দর্শন এবং স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করছে। সংগঠনটি শিল্পকলা পদকে ভূষিত হওয়ায় তাদের সাংস্কৃতিক অবদান জাতীয়ভাবেও স্বীকৃতি পেয়েছে।
আফতাব শাহের তীরধান দিবসকে কেন্দ্র করে প্রতিবছর আয়োজিত এ অনুষ্ঠান ক্রমেই জেলার অন্যতম বৃহৎ লোকসংস্কৃতি উৎসবে পরিণত হচ্ছে।