আবু সাইদ শওকত আলী , বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে সমলয় প্রকল্পের আওতায় আবাদকৃত বোরো ধানের কর্তন কম্বাইন্ড হারভেস্টরের মাধ্যমে শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা জানান, সমলয় প্রকল্পের আওতায় ১১৬ জন কৃষক সম্মিলিতভাবে প্রায় ১৫০ বিঘা জমিতে ধান চাষ করেছেন।
এই প্রকল্পে চারা রোপণ থেকে শুরু করে কর্তন পর্যন্ত ধান উৎপাদনের সব পর্যায়ে কৃষি বিভাগ প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করছে, যদিও পরিচর্যার খরচ কৃষকদের নিজস্ব।
উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী জানান, এই উদ্যোগের ফলে কৃষকরা একযোগে চাষাবাদ করতে পারছেন,
যার মাধ্যমে শ্রমিক সংকট মোকাবিলা করা সম্ভব হচ্ছে। পাশাপাশি যান্ত্রিক ব্যবস্থাপনার ফলে সময় ও শ্রম বাঁচছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন।
ইতোমধ্যে ৩৩ শতকের একটি বিঘায় নমুনা কর্তনে আশানুরূপ ফলনও পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
এই প্রকল্প কৃষি যান্ত্রিকীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিতকরণের দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।