মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা কটিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি গাছ কর্তনের ঘটনায়
চরম হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় এক কৃষক। অভিযোগ উঠেছে, আঃ হাকিম নামে এক ব্যক্তি তার নিজ নামে ক্রয়কৃত জমিতে রোপণ
করা ৩০-৪০টি কাঠ ও ফলজ গাছ জোরপূর্বক কেটে নিচ্ছেন একই এলাকার আব্দুল কুদ্দুস নামের অপর এক ব্যক্তি, যিনি নিজেকে ঐ জমির শরিক দাবি করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে আঃ হাকিম সামন্তা কটিপাড়া মৌজায় ১০ শতক জমি ক্রয় করেন এবং সেখানেই তিনি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।
সময়ের ব্যবধানে গাছগুলো পরিপক্ব হয়ে বর্তমানে বাণিজ্যিকভাবে মূল্যবান হয়ে উঠেছে।
তবে, আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি ঐ জমির ওপর শরিকানা দাবি করে ১১ বছর আগে হকসেবা মামলা দায়ের করেন এবং পরবর্তীতে দুইটি
আদালতের রায়ে জমির মালিকানা পান বলে দাবি করেন।
আব্দুল হাকিমের দাবি, বিষয়টি এখনও উচ্চ আদালত, অর্থাৎ ঢাকা হাইকোর্টে চলমান রয়েছে, এবং চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে গাছ কর্তনের অনুমতি দেওয়া উচিত নয়।
তিনি জানান, গত দুই দিন ধরে আব্দুল কুদ্দুস ও তার লোকজন গাছগুলো জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছেন। তিনি এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মো:
ইয়া নবী এবং মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বরাবর অভিযোগ
করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।