জীবননগর অফিস:-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আলী আজগার টগর এমপি নলেন,আওয়ামী লীগ সরকারের আমলে জীবননগর উপজেলায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। আর সেই উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আবার জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে,আর তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হলে সবাইকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীকে সব ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করতে হবে।
জীবননগর উপজেলায় বুধবার দিনভর গণসংযোগ কালে নিবাচনী বিভিন্ন পথসভায় বক্তব্য দেন। বিকাল তিনটায় জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের মোক্তারপুর গ্রামেও নির্বাচনী সভা করেন। অনুষ্ঠিত এ নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা,জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ অমল,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান,বাকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন ফরজ,আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান,বাকা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।