দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ  হাসান  জিহাদ স্টাফ রিপোর্টার
জমজমাট আয়োজনে শেষ হয়েছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩।
 বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
 বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠান  উদ্বোধন করেন চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে সহকারী শিক্ষক বোরহান উদ্দিনের সঞ্চালনায় বিদ্যালয়ের সভাপতি  বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।
এসময় তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম, নোয়াখালী জেলা সহকারী  প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্চিতা দাস, সুবর্ণচর উপজেলা শিক্ষা অফিসার আবু জাহের, সুবর্ণচর উপজেলা ইউআরসি,ইনস্ট্রাক্টর আব্দুল মতিন, সুবর্ণচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহীউদ্দিন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী (বাহার) শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি শাখাওয়াত উল্যাহ, সাধারণ সম্পাদক নাছিম ফারুকী, শিক্ষক সমিতির নেতা মাওলানা আলী আক্কাসসহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।
 বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল,একশো মিটার  দৌড়, মার্বেল  দৌড়, অংক দৌড়, চিত্রাঙ্কন, কোরআন তেলাওয়াত, হামদ- নাত, ছড়া, কবিতা আবৃত্তি, নৃত্য প্রদর্শন, প্রভৃতি।
 প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অতিথিদের আকর্ষণীয় উপহার  প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *