জীবননগর ভ্যান-রিক্সা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দু’ভাইয়ের বিজয় বড় ভাই হালিম সভাপতি ছোট ভাই মিজানুর সম্পাদক

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ভ্যান-রিকসা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুক্রবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের সরাসরি নির্বাচনে আপন দু’ভাই সভাপতি-সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তবে অন্যান্য পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিবন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

জীবননগর উপজেলা ভ্যান-রিকসা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন হাসাদহ অস্থায়ী কার্যালয়ে শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সরাসরি  ভোটারদের গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ভোটারদের সরব উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ত্রি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় ভোটারদের গোপন ভোটের মাধ্যমে উক্ত দু’পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুল হালিম আনারস প্রতিকে ১৭৪ ভোট পেয়ে বিজয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম চেয়ার প্রতিকে ১০৯ ভোট পান। অন্যদিকে সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান মোরগ প্রতিকে ১৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিবন্দ্বী শাহাজুল হক ভ্যান গাড়ী প্রতিকে ১২৬ ভোট পেয়েছেন। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে-মহিদুল বিশ্বাস,সহ-সম্পাদক পদে ফিরোজ হোসেন,কোষাধ্যক্ষ পদে আব্দুল আলিম,সাংগাঠনিক পদে খায়রুল ইসলাম,লাইন সেক্রটারি পদে কামরুল ইসলাম এবং সাধারন সদস্য পদে বাবলু নির্বাচিত হয়েছেন। তবে বাকী তিনটি সাধারন সদস্য কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেনি।

সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব পালন করেন সাংবাদিক আতিয়ার রহমান,সাবেক প্যানেল চেয়ারম্যান জুম্মাত মন্ডল ও সাংবাদিক মতিয়ার রহমান। সার্বিক সহযোগীতায় ছিলেন,যুবলীগ নেতা শুকুর আলী,তিতাস সিদ্দিকী সবুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *