ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের রাউতাইল পল্লীবিদ্যুৎ বাজারে জেলা পরিষদের জায়গায় থাকা একটি আমগাছ রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান।
লিখিত অভিযোগে মিজানুর রহমান জানান, রাউতাইল বাজারে তার মালিকানাধীন মার্কেটের সামনের এলজিইডি রোডের পাশে জেলা পরিষদের জায়গায় একটি আমগাছ তিনি রোপণ করেন।
গাছটি বাজারে অস্থায়ীভাবে বসা বিক্রেতাদের জন্য ছায়া প্রদান করত।
গত ১৬ মার্চ রাতে স্থানীয় মুকুল (আনার উদ্দিনের ছেলে) এবং ওসমান (কফিল উদ্দিনের ছেলে) গাছটি কেটে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাজারে এসে তারা দেখতে পান গাছটি নেই।
আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মুকুল ও ওসমান রাতের আঁধারে গাছটি কেটে নিয়ে গেছেন।
তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা স্বীকার করেন এবং দাবি করেন, সরকারি গাছ কাটায় তাদের কোনো বাধা নেই।
এ নিয়ে কোনো বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেন তারা।
এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিষয়টির
সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।