আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ:
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় শহরের ফুড সাফারি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজিব হাসানের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও প্রেস ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ইফতারের আগে দেশব্যাপী পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা সাংবাদিকদের দায়িত্বশীলতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।