ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে রেলপথ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা ঝিনাইদহে রেললাইন  স্থাপনের  প্রয়োজনীয়তা  তুলে  ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন রেলপথ বাস্তবায়ন পরিষদের সভাপতি রেল আব্দুল্লাহ,

সাধারণ সম্পাদক আরিয়া ইয়াসমিন লিম্পা, সহ-সভাপতি হোসান ইমাম (হিমু),

যুগ্ম সাধারণ সম্পাদক ইফাজ তানভীর মিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান মিনার,

প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মাহমুদ জয়, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ,

কার্যনির্বাহী সদস্য মাহবুব মল্লিক, সাংস্কৃতিক কর্মী শাহিনূর রহমান লিটন, সামাজিক ব্যক্তিত্ব গাউস গোর্কী, আনোয়ার পারভেজ মাসুম, জিহান লিমনসহ আরও অনেকে।

এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার মতো আশপাশের জেলায় রেললাইন থাকলেও

ঝিনাইদহ শহর এখনও রেল সংযোগ থেকে বঞ্চিত।

মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি জানিয়ে তারা বলেন,

এই রেলপথ বাস্তবায়িত হলে দক্ষিণপশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে।

তারা আরও বলেন, রেললাইন স্থাপন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি।

এটি বাস্তবায়িত হলে যাতায়াত সুবিধা ছাড়াও কৃষি, শিল্প ও ব্যবসায়িক খাতে নতুন দিগন্ত উন্মোচিত

হবে, যা জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *