চরমোনাই পীরের বিবৃতি: বিপ্লবী জনতাকে অভিনন্দন, রাজনৈতিক স্থিতিশীলতার আহ্বান

 আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ

মুহাম্মাদ রেজাউল করীম গতকাল ১০ মে, শনিবার এক বিবৃতিতে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পর দেওয়া বিবৃতিতে তিনি পরিবর্তনের দাবিতে মাঠে থাকা জনতাকে “বিপ্লবী জনতা” হিসেবে অভিহিত করে অভিনন্দন জানান।

পীর সাহেব চরমোনাই বলেন, বিচারিক কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত একটি বড় রাজনৈতিক দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার

সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক শুদ্ধাচারের পথে একটি অগ্রগতি হিসেবে দেখছেন।

তিনি দাবি করেন, এটি স্বৈরশাসনের বিরুদ্ধে জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন।

তবে তিনি আরও বলেন, জনগণের একটি অংশের প্রত্যাশা ছিল সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

এই প্রেক্ষাপটে তিনি সরকারকে জনমত ও আইনের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি রাজনৈতিক স্থিতিশীলতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণের আহবান জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *