আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে অধ্যাপক মতিয়ার রহমান ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪ টার সময় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় অংশ গ্রহণ করেন সাফদারপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম দোড়া ইউনিয়ন ফুটবল
একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোল শুন্য ড্র হয়।
পরে টাইব্রেকারে দোড়া ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে।
এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য
ও ঝিনাইদহ-৩ (মহেশপুর – কোটচাঁদপুর) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম,
সেক্রেটারি শাহাবুদ্দিন খান, উপজেলা নায়েবে আমীর মোয়াবিয়া হুসাইন, মতিউর রহমান খান, সহকারী
সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, বায়তুল মাল সম্পাদক রেজাউল ইসলাম, বলুহর ইউনিয়ন আমীর
শাহ আলম, এলাঙ্গী ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, দোড়া ইউনিয়নের আমীর আব্দুর রাজ্জাক,
সাবেক আমীর আব্দুল মজিদ, যুব বিভাগের থানা সভাপতি সাইফুদ্দিন, সেক্রেটারি আহসান হাবিব শামীম, শিমুল প্রমুখ।